![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fe7906dca-02f4-4f7e-94b0-f5dd7d3b49ac%252F2018_10_13.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
কোম্পানি নিবন্ধনে ভাটা পড়েছে
হঠাৎ কোম্পানি নিবন্ধনে ধস নেমেছে। কোম্পানি গঠনে উদ্যোক্তাদের যেন আগ্রহ একেবারে তলানিতে নেমে গেছে। অথচ এক বছর আগেও বিপরীত চিত্র ছিল। তখন যেন কোম্পানি গঠনের হিড়িক পড়েছিল। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দৈনিক গড়ে ৭টির মতো কোম্পানি নিবন্ধন করেছে। আগের ২০২০-২১ অর্থবছরের একই সময়ে দৈনিক ৩৩টি কোম্পানির নিবন্ধন নিয়েছিলেন উদ্যোক্তারা, যা এখনকার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) সূত্রে জানা গেছে, গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সব মিলিয়ে মাত্র ১ হাজার ৩৬৫টি কোম্পানির নিবন্ধন হয়েছে। তবে কোম্পানি নিবন্ধন করার মানেই কিন্তু তা বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা নয়। কারণ, অনেক উদ্যোক্তা বা শিল্পগোষ্ঠী সহযোগী কোম্পানি হিসেবে নিবন্ধন নিলেও তাৎক্ষণিকভাবে পরিচালনায় যায় না কিংবা দেরিতে যায় বলে জানা গেছে।