ময়মনসিংহে বিজয়ী ইউপি সদস্য নিলেন টাকার মালা, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

ঢাকা টাইমস প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৫

সপ্তমধাপের নির্বাচনে ময়মনসিংহের ইশ্বরগঞ্জে বিজয়ী এক ইউপি সদস্য ছাত্রলীগ নেতা টাকার মালা নিয়েছেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ওই ইউপি সদস্যের নাম আতিকুল ইসলাম পিয়াস। তিনি ইশ্বরগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি।


এলাকায় অভিযোগ ওঠেছে তিনি বিজয়ী হয়ে দলীয় প্রভাবে টাকার মালা দিতে জনগণকে বাধ্য করেছেন। নির্বাচনী ফলাফলে জানা যায়, আতিকুল ইসলাম পিয়াস ইশ্বরগঞ্জ সদর ১নং ওয়ার্ড থেকে নির্বাচনে ইউপি সদস্য হিসেবে ৬৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন পেয়েছেন ৩৬৪ এবং অপর প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৩১৯ ভোট। এলাকাবাসী জানায়, সপ্তমধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতিকুল ইসলাম পিয়াস জয় লাভ করেন। এরপর নিজের জনপ্রিয়তা যাচাই করতে গলায় টাকার মালা পেতে কে কত বেশি টাকা দিতে পারেন এরকম অঘোষিত প্রতিযোগিতা তৈরী করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও