![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252Fdfedab63-4db5-46b6-9043-0bf579caf3d9%252Fdba27b67-bd96-423a-8ebd-c6ae454333d5.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
থানায় আটকে রেখে স্বামীকে নির্যাতন, স্ত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ
রাজবাড়ী সদর থানায় পুলিশের কাছ থেকে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন এক নারী।
নারীর অভিযোগ, সদর থানায় আটকে রেখে তাঁর স্বামীকে নির্যাতন করেছে পুলিশ। এ সময় তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপিস কমপ্লেইন সেলে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী নারীর নাম তাপসী রাবেয়া। তাঁর বাড়ি রাজবাড়ী সদরের বানিবহ ইউনিয়নে। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন।
তাপসীর স্বামী মেহেদী হাসান। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। বছর দু-এক আগে ভালোবেসে তাপসীকে বিয়ে করেন যশোরের ছেলে মেহেদী।