চাকরির পেছনে না ছুটে ঘরে বসে হস্তশিল্পের ব্যবসা
প্রথম আলো
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১০
বাঁশ কেটে তার ওপর রংতুলির আঁচড় দিচ্ছিলেন সুপন চাকমা (৩৬)। কিছুক্ষণের মধ্যেই একটুকরা বাঁশ চোখজুড়ানো ফুলদানির রূপ নিল। খাগড়াছড়ির দীঘিনালার পুলিন হেডম্যান পাড়া গ্রামের এই যুবক বাঁশ দিয়ে নানা রকম শিল্পকর্ম তৈরিতে পটু।
২০১৭ সালে দীঘিনালা সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেছেন সুপন। এরপর সবার মতো চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাহাড়ের সহজলভ্য বাঁশ চেঁচে–ছুলে বানিয়ে ফেলেন ফুলদানি, ট্রে, চায়ের কাপসহ ঘর সাজানোর বিভিন্ন উপকরণ। তাই শুধু উদ্যোক্তা নয়. সুপনকে শিল্পী বললেও ভুল হবে না।