![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/02/11/og/101742235352Kk-220211-1.jpg)
দেশে আসতে শুরু করেছে রমজানের ভোগ্য পণ্য
কালের কণ্ঠ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৭
আগামী এপ্রিলে রমজান শুরু হচ্ছে, তার আগেই ব্যবসায়ীদের গুদামে পৌঁছতে শুরু করেছে আমদানি করা ভোগ্য পণ্য। সব পণ্য গুদামে পৌঁছতে মার্চের মধ্যভাগ পর্যন্ত সময় লাগবে। তবে চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের জট না থাকায় এবার বেশ নির্বিঘ্নে ভোগ্য পণ্য আমদানি করে জাহাজ থেকে নামিয়ে নিজেদের গুদামে নিয়েছেন ব্যবসায়ীরা। ফলে বন্দর ঘিরে তাঁদের বাড়তি পরিবহন খরচ করতে হয়নি।