কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতির ঘরে দুই শাবকের জন্ম

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৪

গাজীপুরের সাফারি পার্ক, ঢাকার জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানায় সম্প্রতি একের পর এক প্রাণীর মৃত্যুর খবর সবাইকে হতাশ করেছে। সাফারি পার্ক ও চিড়িয়াখানার ব্যবস্থাপনার মান নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নতুন দুই অতিথির খবর কিছুটা স্বস্তির বটে। চিড়িয়াখানার বাঘ দম্পতি শিউলি-কদমের সংসারে দুটি মেয়ে শাবকের জন্ম হয়েছে।


তিন মাস আগে তারা জন্ম নিলেও গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্তৃপক্ষ এই খবর প্রকাশ করেছে। এ নিয়ে জাতীয় চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ১০-এ দাঁড়াল। জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ কালের কণ্ঠকে বলেন, নতুন অতিথিদের এখনো নাম রাখা হয়নি। ছয় মাস পার হলে তাদের নাম রেখে জন্ম নিবন্ধন করা হবে। তারা সুস্থ-সবল আছে। প্রথম মাস দেড়েক খাঁচার ভেতরের ঘর থেকে তারা বের হয়নি। এখন বের হওয়া শুরু করেছে। তিনি বলেন, ‘এখন মাংসের ছোট টুকরা দিচ্ছি। সেগুলো অল্প করে চাটছে তারা। সাড়ে পাঁচ মাস বয়স পর্যন্ত তারা মায়ের দুধ খাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও