কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বের হলো জনসনের নতুন ছবি, বাড়ল তদন্তের আওতা

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নতুন একটি ছবি প্রকাশের জেরে লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটের ঘটনাবলীর বিষয়ে তদন্তের আওতা বাড়িয়েছে যুক্তরাজ্যের পুলিশ। এ ঘটনায় ৫০ জনের বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। ‘পার্টিগেট’ কেলেঙ্কারির জেরে নিজ দল কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন সদস্য প্রকাশ্যে পদত্যাগ দাবি করায় বরিস জনসনের রাজনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। তবে তিনি কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। 


বরিস জনসনের ১০নম্বর ডাউনিং স্ট্রিট দপ্তরে অনুষ্ঠিত বড়দিনের ‘কুইজ নাইট’ মেট্রোপলিটন পুলিশের তদন্তের অংশ ছিল না। ওই পার্টির কারণে জনসন ও তাঁর কর্মীরা করোনার বিধি ভাঙার জন্য জরিমানার কবলে পড়তে পারেন। ‘ডেইলি মিরর’ পত্রিকা পাশে একটি খোলা ওয়াইনের বোতলসহ বরিস জনসন ও তাঁর দুই কর্মীর ছবি প্রকাশের পর পুলিশ বলছে, তাঁরা এখন ২০২০ সালের ডিসেম্বরের অনুষ্ঠানটির দিকেও নজর দিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও