কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিইসি নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গণসংহতি আন্দোলনের

প্রথম আলো প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৬

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে গণসংহতি আন্দোলন। গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মামলাটি করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ডিসেম্বর মাসে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২০১৮ সালের জুন মাসে চিঠির মাধ্যমে নিবন্ধন করা যাবে না বলে জানায়। পরে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি উচ্চ আদালতে রিট করেন।


উভয় পক্ষের শুনানি শেষে ওই রিট মামলায় উচ্চ আদালত ২০১৯ এপ্রিলে রায় দেন। আদালত রায় ও আদেশের কপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও