Covid test: এ বার মাত্র চার মিনিটেই জানা যাবে কোভিড পরীক্ষার ফল, দাবি গবেষকদের
কোভিডের চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কি না তা সময় মতো বুঝতে পারা। ল্যাবে গিয়ে করোনা পরীক্ষা করানোর পর রিপোর্ট আসতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়। বিকল্প কিছু পরীক্ষাব্যবস্থা থাকলেও তার ফলাফল আদৌ কতটা নিখুঁত, তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ থাকে। তাই বেশির ভাগ মানুষ সময়সাপেক্ষ পরীক্ষার দিকেই ঝোঁকেন।
সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই মুশকিল আসান করতেই এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাতে ৪ মিনিটেই করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে, এবং সেই ফল পিসিআর টেস্টের রিপোর্টের মতোই নিখুঁত হবে। সম্প্রতি এই উদ্ভাবনের কথা প্রকাশিত হয়েছে ‘নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং’ নামক গবেষণা পত্রিকায়। বিজ্ঞানীরা দাবি করছেন, তাঁদের আবিষ্কৃত এই নয়া পন্থায় অনেক সহজে এবং দ্রুত করোনা পরীক্ষা করা সম্ভব হবে। ইতিমধ্যেই ৩৩ জনের শরীরে তাঁরা এই পরীক্ষা করেছেন। নমুনায় করোনা ভাইরাস আছে কি না জানার জন্য তাঁরা এক রকমের ‘ইলেক্ট্রোমেকানিক্যাল বায়োসেন্সর’ ব্যবহার করেন। সোয়াবের জেনেটিক মেটিরিয়ালের মাইক্রোঅ্যানালিসিস করে এই বিশেষ বায়োসেন্সর অতি দ্রুত সার্স-কোভ-২ ভাইরাসের সন্ধান দিয়ে দেয়। এই পদ্ধতিতে মাত্র চার মিনিট বা তার কম সময়ের মধ্যেই সঠিক ফলাফল জানা যাচ্ছে।