মালয়েশিয়ায় সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান গ্রেপ্তার
মালয়েশিয়ার অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সে দেশে বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান। মালয়েশিয়ায় তিনি ১ দশকেরও বেশি সময় ধরে শরণার্থী হিসেবে বসবাস করছেন।
মালয়েশিয়া প্রবাসী একজন বাংলাদেশি দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খায়রুজ্জামানকে বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ওই প্রবাসী বলেন, 'আমরা মনে করছি তাকে দ্রুত মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হবে।'
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।