তিন দিবস ঘিরে স্বপ্নে বিভোর ফুলচাষিরা

জাগো নিউজ ২৪ ফরিদপুর জেলা প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪০

গেলো দু’বছর কেটেছে লোকসানে। করোনা ও ঘূর্ণিঝড়ে ফুলের ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরও আশা ছাড়েননি তারা। নতুন করে শুরু করেছে ফুলচাষ। করেছেন লাভের আশা। সামনে তিনটি দিবস। তাই ব্যস্ততা বেড়েছে ফরিদপুরের ফুলচাষিদের। বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে নতুন আশা ও নতুন স্বপ্নে বিভোর ফুলচাষিরা।


চাষিরা বলেন, এবার বিধিনিষেধ না থাকলে ফুলের ভালো দাম পাবেন। পেছনের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে লাভের মুখ দেখবেন। নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।


খোঁজ নিয়ে জানা গেছে, নানান ফসলের জেলা ফরিদপুরে ফুলচাষ একেবারেই নতুন। চাষাবাদ কম। একসময় ফরিদপুরের মানুষ যশোরের ফুলের দিকে তাকিয়ে থাকত। এখন জেলার তরুণ উদ্যোক্তাদের ফুল দিয়েই স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। দিন যত যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে ফুলচাষ। এ ফুলচাষে তরুণ উদ্যোক্তাদের আগ্রহ বেশি লক্ষ্য করা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও