ওমিক্রনে কারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন?
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা একদিকে যেমন বাড়ছে, অন্যদিকে দ্রুত সুস্থও হয়ে উঠছেন বেশিরভাগই। ওমিক্রনের উপসর্গ শরীরে মৃদুভাবে প্রকাশ পাওয়ার কারণ হলো, কোভিড ভ্যাকসিন। যারা এরই মধ্যে করোনার দুটো ভ্যাকসিনই গ্রহণ করেছেন, তাদের মধ্যে ওমিক্রনের গুরুতর সংক্রমণ কমই দেখা যাচ্ছে। যদিও টিকা ১০০ শতাংশ সুরক্ষা দিতে পারে না, তবুও এটি তীব্রতা এবং হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেকে কমিয়ে দিতে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদের।
বিগত দুই স্ফীতিতে করোনার প্রভাব মূলত শ্বাসযন্ত্র ও ফুসফুসের উপরে সবচেয়ে বেশি পড়তে দেখা গেছে। তবে ওমিক্রন ফুসফুসের উপর কম প্রভাব ফেলায় হাসপাতালগামী আক্রান্তের সংখ্যা অনেক কম। ওমিক্রন সংক্রমণে একেকজনের শরীরে ভিন্ন ভিন্ন উপসর্গ প্রকাশ পাচ্ছে। তবে এর সাধারণ কয়েকটি উপসর্গগুলো হলো সর্দি-কাশি, মাথাব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া ও ক্লান্তি।
১১-১৮ বছর বয়সী শিশুদের মধ্যে জ্বর ও উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণ দেখা গেছে। অন্যদিকে কোভিডের অন্যান্য রূপে শ্বাসকষ্ট ও স্বাদ-গন্ধ হারানোর লক্ষণ বেশি দেখা গেলেও ওমিক্রনের ক্ষেত্রে তা কম। ওমিক্রনের আরও একটি উপসর্গ হলো পেটের সমস্যা।
ওমিক্রনে আক্রান্ত বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই দেখা দিচ্ছে পেটের সমস্যা। এক্ষেত্রে ডায়রিয়া, পেটে ব্যথা, অসুস্থ বোধ করা (বমি বমি ভাব), ক্ষুধা কমে যাওয়া ও খাবার এড়িয়ে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে।