![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252Fc3fc2dd3-73d2-492d-8ffb-101f1e688f74%252Fcorona_death.jpg%3Frect%3D0%252C306%252C5860%252C3296%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
করোনায় মৃত্যু বাড়ছে যেসব কারণে
দেশে করোনা সংক্রমণের গতি কিছুটা কমলেও দিন দিন বাড়ছে মৃত্যু। এর পেছনে অন্তত ছয়টি কারণ আছে বলে মনে করছেন করোনার চিকিৎসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত চিকিৎসক, বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্যবিদেরা। তাঁরা বলছেন, আরও এক সপ্তাহের বেশি মৃত্যুর এ ঊর্ধ্বগতি থাকবে। তারপর এ প্রবণতা কমতে পারে।
চার সপ্তাহ ধরে করোনায় মৃত্যু বাড়ছেই। ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৪২ জনের। পরের সপ্তাহে অর্থাৎ ১৭ থেকে ২৩ জানুয়ারি মারা যান ৭৯ জন। মৃত্যুর এ হার তার আগের সপ্তাহের চেয়ে ৮৮ শতাংশ বেশি। ২৪ থেকে ৩০ জানুয়ারি মারা যান ১৪০ জন। এ সংখ্যাও তার আগের সপ্তাহের চেয়ে ৭৭ শতাংশ বেশি।
জনস্বাস্থ্যবিদ ও সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ‘মৃত্যুর সংখ্যা এখন একটু বেশি। তবে এ সংখ্যা কিন্তু এর আগে ২০০–এর ঘরেও আমরা দেখেছি। সে তুলনায় এ সংখ্যা বেশি নয়। তবে এবার তারপরও যে মৃত্যুর সংখ্যা বাড়ছে, তার পেছনে একটি বড় কারণ টিকা না থাকা।’