![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893474091.jpg&path=/uploads/news/2022/Feb/10/1644461564406.jpg&width=600&height=315&top=271)
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম সমাবেশ আজ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) ছুটির দিন হওয়ায় এ বছর ৪২তম জাতীয় সমাবেশ প্যারেড অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে একযোগে সরাসরি দেখানো হবে।
আনসার ভিডিপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল। আরো উপস্থিত থাকবেন সিনিয়র স্বরাষ্ট্র সচিব মোঃ আখতার হোসেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মোঃ মিজানুর রহমান শামীম।
পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধামন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪২তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।