২৪ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ১৯টি অচল

কালের কণ্ঠ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৫

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত বছর ২৪টি শ্বাসকষ্টের রোগীদের চিকিৎসায় অত্যন্ত জরুরি যন্ত্র হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা কেনা হয়। বছর না ঘুরতেই সেগুলোর মধ্যে ১৯টিই অচল হয়ে পড়েছে। তার মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান জোড়াতালি দিয়ে দুটি সচল করতে পারলেও বাকিগুলো সম্পূর্ণ মেরামত অযোগ্য বলে জানা গেছে।


অভিযোগ উঠেছে, এসব ক্যানুলার প্রতিটির বাজারমূল্য তিন লাখ টাকা হলেও কেনা হয়েছিল ১৪ লাখ টাকায়। তৎকালীন প্রকল্প পরিচালক একক সিদ্ধান্তে নিম্নমানের ওই যন্ত্র কিনেছিলেন।


এ ছাড়া রি-এজেন্ট সংকটে তিন মাস ধরে বন্ধ রয়েছে ওই হাসপাতালের ল্যাবে আট ধরনের গুরুত্বপূর্ণ প্যাথলজি পরীক্ষা। বাধ্য হয়ে তিন-চার গুণ বেশি ফি দিয়ে রোগীদের বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও