উচ্চ রক্ত চাপের রোগীদের দীর্ঘ মেয়াদে প্যারাসিটামল সেবনে বড় ঝুঁকি: গবেষণা
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৮
প্যারাসিটামল নিয়ে নতুন একটি গবেষণা করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরার গবেষকেরা। এই গবেষণায় উঠে এসেছে, যাঁদের উচ্চ রক্তচাপ আছে, এমন ব্যক্তিরা প্যারাসিটামল সেবন করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। খবর বিবিসির।
এই গবেষণার পরিপ্রেক্ষিতে গবেষকেরা বলেছেন, প্যারাসিটামল দীর্ঘ মেয়াদে সেবনের কারণে কী কী সুফল ও কুফল রয়েছে, তা নিয়ে চিকিৎসকদের চিন্তা করা উচিত।
তবে এই গবেষণা নিয়ে আরেক দল গবেষক ভিন্ন মতও পোষণ করেছেন। তাঁরা বলছেন, আরও বেশি মানুষকে যুক্ত করে এবং দীর্ঘ মেয়াদে গবেষণা চালানো উচিত।