You have reached your daily news limit

Please log in to continue


ইঞ্জিনের ঢাকনা ছাড়াই উড়ল বিমান

ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে ৭০ জন যাত্রী নিয়ে ‘দ্য আলায়েন্স এয়ার’র এটিআর ৭২-৬০০ ইঞ্জিনের ঢাকনা ছাড়াই গুজরাটের উদ্দেশে রওনা হয়েছিল। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বিমানটি মুম্বাই রানওয়ে থেকে ভুজের উদ্দেশে উড়ার পরই ইঞ্জিনের ঢাকনা নিচে পড়ে যায়।

বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নজরে আসলে তারা তা পাইলটকে অবগত করে। এতে বিমানটিকে নিরাপদে ভুজে অবতরণ করাতে সক্ষম হয়। বিজ্ঞাপন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (ডিজিসিএ) সূত্র বলছে, কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। বিমানটিতে ৭০ জন যাত্রীসহ ৪ জন পাইলট এবং একজন এয়ারক্রাফট মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার ছিলেন। ডিজিসিএ কর্মকর্তারা বলছেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন