You have reached your daily news limit

Please log in to continue


ইউপি নির্বাচনে অস্ত্রবাজি ৪ জনই নৌকার প্রার্থীর অনুসারী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাগুলিতে লিপ্ত দুই চেয়ারম্যান পদপ্রার্থীর অস্ত্রধারী আট অনুসারীর মধ্যে ছয়জনকে শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে চারজনই নৌকার প্রার্থী মো. আকতার হোসেনের অনুসারী। অপর দুজন স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিনের পক্ষে অস্ত্র ধরেছিলেন।

গত সোমবার ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সকাল সাড়ে নয়টা থেকে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি চলে। খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৭ নম্বর ইউনিয়ন পরিষদ কেন্দ্রকে ঘিরে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলি হয়। এ ঘটনায় কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ সময় গনিপাড়া কেন্দ্র থেকে ব্যালটও ছিনতাই হয়। গোলাগুলিতে লিপ্ত দুই পক্ষের আটজন অস্ত্রধারীর ছবি

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন