বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা দক্ষিণ আফ্রিকার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪০

আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের জন্য আজ (৯ ফেব্রুয়ারি, বুধবার) সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৮ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই সফর। এরপর ২০ মার্চ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। ৩০ মার্চ শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।


এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট ৭ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১১ এপ্রিল। মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার দুই ফরম্যাটের দুই সিরিজ। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে প্রথম এবং শেষ- এই দুটি ওয়ানডে। মাঝের ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে জোহানেসবার্গের ইম্পোরিয়াল ওয়ান্ডারার্সে। তিন ওয়ানডের মধ্যে প্রথম এবং তৃতীয় - এই দুই ম্যাচ হবে দিবা-রাত্রির। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিডে এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ডে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও