You have reached your daily news limit

Please log in to continue


নাটোরে উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উদযাপন

নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরের উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উত্তরা গণভবন গেটে সকল দর্শনার্থী ও দিঘাপতিয়া বালিকা শিশুসদনের শিশুদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক শামিম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরে গণভবনের ভেতরে অবস্থিত গোল চত্বরে ৫০ বছর পূর্তিতে কেক কেটে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

উদ্বোধন পরবর্তীতে সবাইকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত গণভবন চত্বরের দৃশ্যাবলী ঘুরে দেখানো হয়। পরিদর্শন শেষে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এ ছাড়া নাটোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন