কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিপিএলে বল টেম্পারিং করায় রবি বোপারার শাস্তি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২

খুলনা টাইগার্সের বিপক্ষে গতকাল সোমবার বল টেম্পারিং করে ধরা পড়ে যান সিলেট সানরাইজার্সের অধিনায়ক হিসেবে নামা ইংলিশ ক্রিকেটার রবি বোপারা।   বিষয়টি আম্পায়ারদের নজরে আসার পর নতুন বলে শুরু হয় ম্যাচ। ঘটনাটি নিয়ে গতকাল থেকেই ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছিল। আজ বিপিএল কমিটি তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। 


তবে বোপারা আপিল করার সুযোগ পাচ্ছেন। খুলনার ইনিংসের তৃতীয় ওভারে এই অপকর্ম ঘটান বোপারা। টিভি ক্যামেরায় ধরা পড়ে, নিজের প্রথম ওভার করতে এসে তিনি নখ দিয়ে খুঁটে বল বিকৃতি করার চেষ্টা করছেন। বিষয়টি আম্পায়ারদেরও চোখ এড়ায়নি। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মাঠেই শাস্তি পেয়েছে সিলেট। পেনাল্টি হিসেবে প্রতিপক্ষ খুলনাকে  ৫ রান দেওয়া হয়।  ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা তার থেকে বল চেয়ে নেন। এরপর নতুন বল দিয়ে ফের খেলা শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও