নৌকার হয়ে ভোট করতে গ্রামে যান গুলিতে নিহত শুক্কুর
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের মা ও শিশু জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের শয্যায় কাপড়ে ঢাকা একটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। লাশটি আনা হয়েছে সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন থেকে। হাসপাতালের নিবন্ধনে লাশের পরিচয়ে নাম লেখা ছিল আবদুস শুক্কুর (৪০)।
আবদুস শুক্কুরের বাড়ি চট্টগ্রাম শহরের শুলকবহর এলাকায়। তবে সাতকানিয়ায় তাঁর কোনো স্বজন না থাকায় লাশের সঙ্গে হাসপাতালে এসেছিলেন হৃদয় ও মো. মুন্না নামের দুই তরুণ। তাঁদের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। আজ সোমবার সাতকানিয়ায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য তাঁরা বহিরাগত হিসেবে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বেলা ১১টার দিকে বাজালিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবদুস শুক্কুর।