কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সিআইডি’ বন্ধ হওয়া নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন শিবাজী সতম

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৫

এসিপি প্রদ্যুম্ন ওরফে শিবাজী সতম এখন কেমন আছেন? ২০ বছর ধরে ভারতীয় টেলিভিশনে রাজ করছিল ‘সিআইডি’। এসিপি প্রদ্যুম্ন, ইনস্পেক্টর দয়া, সিনিয়র ইনস্পেক্টর অভিজিৎ, পূর্বীরা ছিল মানুষের আগ্রহের শেখরে।


দীর্ঘসময় ধরে ভারতীয় টেলিভিশন প্রেমীদের রহস্য রোমাঞ্চের খিদের রসদ জুগিয়ে চলা এই শো আচমকা কেন বন্ধ করে দেওয়া হয়, তা নাকি স্পষ্টভাবে জানেন না স্বয়ং এসিপি প্রদ্যুম্ন। কোনো এক জাদুমন্ত্রে যিনি সব অপরাধের কিনারা করতেন পর্দায় এই রহস্যটি এত বছর ধরেও সমাধান করতে পারেননি তিনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে শিবাজী বলেছেন, ‘সিআইডি’র কলাকুশীরা একটা সময়ে নিজেদের ‘অপ্রয়োজনীয়’ ভাবতে শুরু করেছিল। রাতের স্লটে ঠেলে দেওয়া হয়েছিল এই শো-কে, যা পছন্দ হয়নি অভিনেতাদের। অথচ করোনার সময় যখন সব সিরিয়ালের প্রোডাকশন বন্ধ ছিল তখন ফের সিআইডি-র পুনঃসম্প্রচার হয় চ্যানেলে। দর্শকদের মধ্যে এই শো-এর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তা বুঝিয়ে দিয়েছে করোনা লকডাউনের প্রথম পর্ব।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও