গুগল ম্যাপে ঠিকানা খুঁজে পাওয়া আরও সহজ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩
সারাবিশ্বের যে প্রান্তেই যান না কেন ঠিকানা খুঁজে বের করা এখন খুবই সহজ। একটি ক্লিকের মাধ্যমেই আপনার গন্তব্যের দূরত্ব, যেতে কত সময় লাগবে, কীভাবে যেতে পারবেন সব খুঁটিনাটি যেতে নেওয়া যায়। সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপ এজন্য বেশ জনপ্রিয়তাও পেয়েছে অল্প দিনে। তবে এবার আরও সহজ হবে ঠিকানা খুঁজে পাওয়া।
গুগল ম্যাপস ফের হাজির হল নতুন ফিচার নিয়ে। নতুন এই ফিচারে নিজের বাড়ি প্লাস কোড (Plus Code) এর মাধ্যমে সেভ করে রাখতে পারবেন। এইভাবে নিজের বাড়ির ঠিকানা ডিজিটালি সেভ করে বিভিন্ন অনলাইন ডেলিভারিও নিতে পারবেন খুব সহজেই অথবা যে কেউ আপনার বাড়ির ঠিকানা সার্চ করলে এখন আরও নির্ভুল পথই বাতলে দেবে গুগল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল ম্যাপ
- খোঁজ
- ঠিকানা