কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার ঊর্ধ্বগতিতে বিক্রি বেড়েছে সুরক্ষাসামগ্রীর

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৯

দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। এ কারণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। মাঝে করোনার সুরক্ষাসামগ্রী বিক্রি প্রায় একদম কমে গেলেও ফের বিধি-নিষেধ চালুর সঙ্গে সঙ্গে দেদার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হচ্ছে। রাজধানীজুড়ে আবার নতুন করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের পসরা সাজিয়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।


পর্যাপ্ত সরবরাহ থাকায় এখন চাহিদা বাড়লেও দাম তেমন বাড়েনি। গত ৩ জানুয়ারি সরকারের দেওয়া ১১ দফা বিধি-নিষেধে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে বলা হয়। না হলে শাস্তির সম্মুখীন হতে হবে। এর পর থেকেই মাস্কের ব্যবহার বাড়তে শুরু হয়। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি ফার্মেসিতে এখন আগের চেয়ে ৩০-৪০ শতাংশ বেশি মাস্ক বিক্রি হচ্ছে। চাহিদা বাড়ায় আগের মতো ফুটপাতেও মাস্ক ও স্যানিটাইজারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসব দোকানে ৫০টির এক প্যাকেট সার্জিক্যাল মাস্ক ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস হিসেবে পাঁচ টাকায় বিক্রি করছে। বিভিন্ন ডিজাইনের কাপড়ের মাস্ক ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও