কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসছে ‘গ্যালাক্সি এস২২ আল্ট্রা’, প্রত্যাশা এস পেন নিয়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:১১

স্যামসাংয়ের ‘আনপ্যাকড’ আয়োজনের বাকি আর দুদিন। আশা করা হচ্ছে, ভার্চুয়াল ইভেন্টেই নতুন গ্যালাক্সি এস২২ লাইনআপ দেখাবে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট। আলোচনায় আলাদা গুরুত্ব পাচ্ছে গ্যালাক্সি এস২২ আল্ট্রার কথিত এস পেন।


এবারের স্যামসাং ‘আনপ্যাকড’ হবে ৯ ফেব্রুয়ারি। বলা হচ্ছে, সম্ভবত এস২২ লাইনআপের সবচেয়ে বড় ফোন হবে ‘এস২২ আল্ট্রা’। বড় স্ক্রিনের সঙ্গে এস পেন স্টাইলাস থাকলে ফোনটি কার্যত গ্যালাক্সি নোট সিরিজের উত্তরসূরি হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। ২০২১ সালে গ্যালাক্সি নোটের কোনো নতুন মডেল আনেনি স্যামসাং।


একাধিক সূত্রের বরাত দিয়ে সিনেট জানিয়েছে, বাহ্যিক নকশার বিবেচনায় সম্ভবত গ্যালাক্সি নোটের মতোই দেখতে হবে ‘গ্যালাক্সি এস২২ আল্ট্রা’। তাই গ্যালাক্সি নোটের মতো নতুন ডিভাইসটিতেও এস পেন স্টাইলাসের উপস্থিতির সম্ভাবনা থাকছে আলোচনার কেন্দ্রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও