![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/02/06/163913texasJPG800x483.jpg)
যুক্তরাষ্ট্রে পরিবারের ৪ সদস্যকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৯
যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় শনিবার নিহত চারজনের মধ্যে একজন শিশু রয়েছে। কর্সিকানা পুলিশ প্রধান রবার্ট জনসন সেখানকার স্থানীয় গণমাধ্যম কর্সিকানা ডেইলি সানকে বলেন, ডালাস থেকে ৮০ কিলোমিটার দূরে রাতের বেলা গুলি চালানোর খবর পাওয়া যায়।
পরে কর্সিকানার ৩২ কিলোমিটার দূরের ফ্রস্ট এলাকাতেও গুলি চালানোর ব্যাপারে জানা যায়। উভয় স্থানে ৪১ বছর বয়সী কেভিন মিলাজো'কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি তার ৬৮ বছর বয়সী সৎবাবা উইলিয়াম এবং ৬১ বছরের মা কন্নি মিমস'কে গুলি করে হত্যা করেছেন।