![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/Feb/1644141305_new-project-2022-02-06t152446-782.jpg)
Yash Dhull: কঠিন অনুশাসনের মধ্যে থাকা যশরা এ বার জমিয়ে আইসক্রিম খাবেন
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৯
ভারতের পঞ্চম অধিনায়ক হিসাবে অনূর্ধব-১৯ বিশ্বকাপ জিতেছেন তিনি। কিন্তু এই জয় সহজে আসেনি। তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। কড়া নিয়মের মধ্যে থাকতে হয়েছে যশ ঢুলদের। বিশ্বকাপ জেতার পরে এ বার তাঁরা এতটাই হাঁফ ছেড়ে বেঁচেছেন যে আইসক্রিম খেয়ে উল্লাস করবেন বলে জানালেন অধিনায়ক যশ ঢুল।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে যশ বলেন, ‘‘আমাদের কড়া ডায়েটের মধ্যে থাকতে হয়েছিল। খাওয়ায় অনেক বিধিনিষেধ ছিল। সব মেনেছি। কিন্তু এ বার আর কোনও কড়াকড়ি নয়। সবার ঘরে আইসক্রিম পৌঁছে গিয়েছে। আইসক্রিম খেয়েই উল্লাস করব। গোটা দল একসঙ্গে উল্লাসে মাতবে।