আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ষড়যন্ত্র না থাকলে দেশ আরও এগিয়ে যেতো। বিএনপির কাজ শুধু অপপ্রচার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করা। আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিকে নজর দিতে হবে।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় দলীয় নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সম্মেলনে যেন টাকার বিনিময়ে নেতা নির্বাচিত না হয়। দুঃসময়ের ত্যাগী নেতাদের নির্বাচিত করুন।