![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/02/06/140404robot800x483.jpg)
শীতকালীন অলিম্পিকে খাবার পরিবেশন করছে রোবট, পরিষ্কারও করছে
করোনাভাইরাস মহামারির মধ্যে সুরক্ষা বাড়াতে প্রযুক্তির ব্যবহার কয়েকগুণ বাড়িয়েছে চীন। ২০২২ শীতকালীন অলিম্পিকের আসর গত শুক্রবার শুরু হয়েছে চীনে।
প্রতিযোগিতায় অংশ নিতে দেশ-বিদেশের শত শত ক্রীড়াবিদ জমায়েত হয়েছেন সেখানে। অতিথিদের পরিষেবা প্রদানের জন্য মানুষের পরিবর্তে চীন ব্যবহার করছে উন্নত প্রযুক্তির রোবট।