মাস শেষ হওয়ার আগেই পকেট খালি? মেনে চলুন এই ৫ নিয়ম

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২১

মাসের শুরুতে হাতে টাকা থাকলেও মাস না যেতেই অনেকেই টানাটানিতে পড়ে যায়। অনেক চেষ্টা করেও টাকা খরচ কমানো যায় না। প্রশ্ন হলো বাজে খরচ না করলে কোথায় যাচ্ছে টাকা। কয়টি বিষয় মাথায় রাখলে মাসের শুরুতে টাকা খরচের পরিমাণ কমানো সম্ভব।


১। সময়ে-অসময়ে বাইরের খাবার কিনে খাওয়া কমিয়ে দিন। এখন  চাইলে বাড়ি বসেই মোবাইলে খাবার অর্ডার করা যায়। দরজার সামনে পৌঁছে যায় খাবার। আর এই আকর্ষণ এড়াতে না পারলে অনেক টাকা চলে যায়। চেষ্টা করুন বাসার খাবার খাওয়ার। অতিথি এলেও বাইরের থেকে খাবার আনার পরিবর্তে  বাড়িতেই কিছু না কিছু বানিয়ে ফেলুন। মাসে কয়েকটা দিন নির্দিষ্ট করুন বাইরের খাওয়ার জন্য।  


২। ছাড়ের ফাঁদে পা দেওয়া চলবে না একেবারেই। অনলাইন কেনাকাটার যুগে বিভিন্ন আউটলেটে ছাড় লেগেই থাকে। এই ছাড়ে মাঝেমধ্যে কেনাকাটা করতে পারেন। তবে তা যদি একেবারে অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু বিপদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও