![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F02%2F06%2F-a3a4bf311dd0e390d5d8fcf28b85bf6c.jpg%3Fjadewits_media_id%3D774114)
করোনা অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলছে বইমেলার প্রস্তুতি
ফেব্রুয়ারি শুরুই হতো নতুন নতুন বইয়ের ঘ্রাণে। কিন্তু করোনার চোখ রাঙানিতে পরপর দুই বছর বইমেলা ছাড়া শুরু হয় ফেব্রুয়ারি। তবে গত বছর মেলা ১৮ মার্চে শুরু হলেও ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ থিমকে ধারণ করে ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এবারের বইমেলা।
আর এই লক্ষ্যে গতবারের করোনা-অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি আরও জোরদারের বিষয়টি মাথায় রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।