ইতালিতে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ সোঙ্গা চিতা

www.tbsnews.net চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৫

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইতালিতে রপ্তানি পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কন্টেইনার জাহাজ সোঙ্গা চিতা।


শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর বেলা পৌনে ১ টায় চট্টগ্রাম বন্দরের পাইলট জাহাজটিকে এনসিটি (নিউমুরিং কন্টেইনার টার্মিনাল) ৪ নস্বর জেটিতে ভেড়ান।


সোঙ্গা চিতা জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট রিলায়েন্স শিপিং এর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন, "সোঙ্গা চিতা জাহাজটি ইতালির রেভেনা বন্দর থেকে ৯৪৫ টিইইউএস খালি কন্টেইনার এবং ৭ টিইউউএস গার্মেন্টস এর কাঁচামাল নিয়ে গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও