গদখালীর অর্থনীতিতে নতুন সম্ভাবনা টিউলিপ
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীতে সফলভাবে চাষ হচ্ছে শীতপ্রধান দেশের ফুল টিউলিপ। স্থানীয় ফুলচাষি ইসমাইল হোসেনের বাগানে ফুটেছে লাল, হলুদসহ চার রঙের টিউলিপ ফুল। ফুলের রাজ্যে প্রথমবারের মতো এই ফুল ফোটায় দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে তার বাগানে। এতে করে এই অঞ্চলেল ফুলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী মৌসুমেই কৃষক পর্যায়ে ছড়িয়ে পড়বে টিউলিপ চাষ।
ফুলচাষিরা বলছেন, টিউলিপের মাধ্যমে গদখালীতে যোগ হয়েছে নতুন মাত্রা। উন্নতজাতের এ ফুল চাষে সরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব।