You have reached your daily news limit

Please log in to continue


নতুন যে পরীক্ষা চালাচ্ছে টুইটার

বিশ্বব্যাপী নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের কাছে ‘ডাউনভোট’ বাটনের পরীক্ষা চালাচ্ছে টুইটার। এমন ঘোষণা দিয়ে একটি টুইট বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, গত জুলাইতে প্রাথমিকভাবে এ পরীক্ষা চালিয়ে ভালো ফল পেয়েছিল তারা। তবে আগের মতোই রিপ্লাই হিসেবে ডাউনভোটের সংখ্যা সবাই দেখবে না। শুধু ব্যবহারকারীই দেখতে পারবেন।

পরীক্ষার প্রথম রাউন্ডে টুইটার বিভিন্ন সংস্করণে ডাউনভোট অফার করে। কেউ আপভোট এবং ডাউনভোট দুটো বাটনই দেখতে পেয়েছেন। কেউ হার্ট বা লাইক বাটনের পাশে শুধু ডাউনভোট  দেখতে পেয়েছেন। আরেক দলকে থামবসআপ ও ডাউনভোট দেখার সুযোগ দেওয়া হয়। তবে বিশ্বব্যাপী এই পরীক্ষায় এই বাটনগুলোই দেওয়া হবে কি না তা এখনও নিশ্চিত করেনি টুইটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন