ডায়াবেটিসে টানা ১০ বছর আক্রান্তদের উচ্চরক্তচাপ বেশি

বণিক বার্তা প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:০২

দূষণ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অস্বাস্থ্যকর জীবনাচারের কারণে দেশে অসংক্রামক ব্যাধির প্রকোপ বাড়ছে। এর মধ্যে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের মতো রোগগুলোর প্রাদুর্ভাবই এখন সবচেয়ে বেশি। আবার ডায়াবেটিস রোগী উচ্চরক্তচাপে আক্রান্ত হলে তা কিডনির জটিলতা ও অন্ধত্বসহ আরো অনেক সমস্যার কারণ হয়ে উঠতে পারে, যা হয়ে উঠতে পারে অকালে প্রাণহানির কারণ। এক যৌথ গবেষণার ভিত্তিতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের গবেষকরা জানিয়েছেন, সাধারণত যেসব রোগী ১০ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চরক্তচাপের প্রাদুর্ভাব তাদের মধ্যেই সবচেয়ে বেশি।


রাজধানীর ছয়টি হাসপাতালের প্রায় সাড়ে চৌদ্দশ ডায়াবেটিস রোগীর তথ্য বিশ্লেষণের ভিত্তিতে গবেষণাটি চালিয়েছেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সাত বিশেষজ্ঞ। গবেষণায় পাওয়া ফলাফল ‘হাইপারটেনশন অ্যান্ড ইটস রিলেটেড ফ্যাক্টরস অ্যামং পেশেন্ট উইথ টাইপ ২ ডায়াবেটিস মেলিটাস: অ্যা মাল্টি হসপিটাল স্টাডি ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে। বিএমসি পাবলিক হেলথ জার্নালে এটি প্রকাশিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও