৫ দিন পর পেট্রাপোল বন্দরে কর্মবিরতি প্রত্যাহার
ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবিতে টানা পাঁচদিন কর্মবিরতি পালন করে অবশেষে প্রত্যাহার হয়েছে।
শুক্রবার বিকালে পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ৫টি বাণিজ্যিক সংগঠনের সাথে বন্দর কর্তৃপক্ষ্য ও বিএসএফ প্রতিনিধিদের সাথে সমঝতা বৈঠকে সাময়িক ভাবে এ কর্মবিরতি তুলে নেয় ব্যবসায়ীরা। শনিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে শুরু হবে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য।
এদিকে ধর্মঘটের কারনে দুই বন্দরে আমদানি-রফতানি পণ্য নিয়ে প্রায় ৪ হাজার ট্রাক আটকা পড়েছিল। এতে বাণিজ্য অচলাবস্থার মধ্যে পড়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ীরা।