সিলেটে ফরিদ হত্যাকাণ্ড : ইউপি সদস্যসহ আটক তিন
সিলেটের কানাইঘাট উপজেলায় আলোচিত ফরিদ উদ্দিন হত্যাকাণ্ডে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে আটক করেছে র্যাব। মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে প্রথমে ইউপি সদস্য নাজিম উদ্দিন ও পরে তাঁর দেওয়া তথ্যমতে মোস্তাক আহমদ এবং কাওছার আহমদকে আটক করা হয়। একই দিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামীকেও আটক করা হয়।
আজ শুক্রবার সকালে র্যাব-৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আবদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে র্যাব-৯ মৌলভীবাজারের শেরপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নাজিম উদ্দিনকে আটক করে। নাজিম উদ্দিন কানাইঘাট উপজেলার লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য। পরে তাঁর দেওয়া তথ্যমতে নগরীর বন্দর বাজার থেকে সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ এবং দক্ষিণ সুরমা থেকে কাওছার আহমদকে আটক করা হয়।