দিল্লিতে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত

সমকাল দিল্লি, ভারত প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪

ভারতের দিল্লিতে করোনার কারণে বন্ধ থাকা স্কুল, কলেজ ও কোচিং ইনস্টিটিউটগুলো সোমবার থেকে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। শুক্রবার এক বৈঠকে দিল্লির রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নেয়। 


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে স্কুলগুলো খুলে দেওয়া হবে। ৭ ফেব্রুয়ারি সোমবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সশরীর পাঠদান শুরু হবে। তবে যেসব শিক্ষক টিকা নেননি তারা ক্লাস নিতে পারবেন না। খবর এনডিটিভির। 


বৈঠকে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সিদ্ধান্ত নিয়েছে, জিমগুলোও খুলে দেওয়া হবে।


এদিকে দিল্লিতে রাত্রিকালীন কারফিউয়ের সময়ও এক ঘণ্টা কমানো হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ চলবে। আগের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে রাত্রিকালীন কারফিউ শুরু হতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও