দক্ষিণ আফ্রিকার কাছেও হারলো বাংলাদেশ
টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন আরিফুল ইসলাম। তবে ভাগ্য বদলায়নি বাংলাদেশ দলের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগের শেষটাও হলো হার দিয়ে। সপ্তম স্থানের প্লে অফ ম্যাচেও হেরেছে রাকিবুল হাসানরা। দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরে অষ্টম হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করলো বাংলাদেশের যুবারা।
গ্রুপ পর্ব শেষে সুপার লিগে খেলা তিন ম্যাচের সবক’টিতে হারলো বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর পাকিস্তানের বিপক্ষে প্লে অফ সেমিফাইনালেও একই পরিণতি। আর সবশেষ সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা কাছে ধরাশয়ী। যদিও আরিফুলের ১০২ রানে ভর দিয়ে বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে লাল-সবুজ জার্সিধারীরা স্কোরে জমা করে ২৯৩ রান। এই লক্ষ্যে খেলতে নেমে ডেওয়াল্ড ব্রেভিসের দুর্দান্ত শতকে ৮ উইকেট হারিয়ে ৭ বল আগে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।