কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিউইয়র্কের নতুন বিলে শঙ্কা নয়, সুযোগ দেখছেন ব্যবসায়ীরা

প্রথম আলো নিউ ইয়র্ক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৩

ফ্যাশন শিল্প খাতকে আরও জবাবদিহির মধ্যে আনতে বিস্তৃত ও স্থায়ী একটি আইন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য। তৈরি পোশাক ও জুতা শিল্পে পরিবেশগত ও সামাজিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে আইনটি করার প্রক্রিয়া চলছে। গত মাসের শেষ সপ্তাহে এ–সংক্রান্ত একটি বিল রাজ্যটির আইন পরিষদে তোলার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।


মানবাধিকার ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সব সময়ই সরব ভূমিকায় থাকে বিশ্বের ফ্যাশন শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র নিউইয়র্ক। সেই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি নিউইয়র্কের আইনসভায় ফ্যাশন সাসটেইনেবিলিটি অ্যান্ড সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট নামের ওই বিল উত্থাপন করা হয়। সংক্ষেপে এটিকে ফ্যাশন আইন বলা হচ্ছে।


নিউইয়র্ক রাজ্যের সিনেটর আলেসান্দ্রা বিয়াগি ও নারী সাংসদ অ্যানা কেলেসের উদ্যোগে আনা এই বিলটি চলতি অধিবেশনেই পাস হতে পারে বলে আশা করা হচ্ছে। বিলটি সম্পর্কে সিনেটর বিয়াগি বলেছেন, এই আইন শ্রম, মানবাধিকার ও পরিবেশগত সুরক্ষার দিকগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও