জ্বালানি দক্ষতা বাড়িয়ে বছরে ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস সাশ্রয়ের সুযোগ: গবেষণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ মে ২০২৪, ১০:১৭
গ্যাসভিত্তিক ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দক্ষতা বাড়িয়ে কাঙ্ক্ষিত মাত্রায় নিতে পারলে বছরে ৫০ বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সাশ্রয় করা সম্ভব বলে এক গবেষণায় তুলে ধরা হয়েছে।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইএফএ) গবেষণাটি পরিচালনা করেছে।
গবেষণা প্রতিবেদনের লেখক শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫১টি শিল্প কারখানার প্রায় ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১২৪টি গ্যাসচালিত ক্যাপটিভ জেনারেটরের ওপর জরিপ করে তারা এ গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন।