 
                    
                    সালমান বাটকে জুয়াড়ি বলে আক্রমণ সরফরাজের!
                        
                            এনটিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩০
                        
                    
                দুজনেই পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক। সরফরাজ আহমেদ বর্তমান জাতীয় দলের হয়ে খেললেও সালমান বাট ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িয়ে অনেক আগে থেকেই ক্রিকেটের বাইরে। পিএসএলের পারফরম্যান্স নিয়ে হঠাৎ এই দুজন বিতর্কে জড়িয়ে পড়েছেন। জিও নিউজের খবরে জানা গেছে, পাকিস্তান সুপার লিগে খারাপ পারফরম্যান্সের কারণে সরফরাজের কড়া সমালোচনা করেন সালমান।
তাঁকে কড়া ভাষায় জবাব দিয়ে সরফরাজ বলেন, একজন জুয়াড়ির মুখে দায়বদ্ধতার কথা মানায় না। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ। গত দুই ম্যাচে রান পাননি তিনি। তাঁর দলও হেরেছে। এই সম্পর্কে সালমান বাট বলেন, ‘ও কিন্তু নিজের কোনো উপকার করছে না।
- ট্যাগ:
- খেলা
- অপমান
- জুয়াড়ি
- সরফরাজ আহমেদ
 
                    
                 
                    
                 
                    
                