টিকা নিতে অস্বীকৃতি জানানো সেনাদের বরখাস্ত করবে যুক্তরাষ্ট্র
স্থানীয় সময় বুধবার (২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই জানায়, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় টিকা নিতে অস্বীকৃতি জানানো মার্কিন সেনাদের অবিলম্বে বরখাস্ত করা হবে। যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুত রাখতে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তারা। বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বাহিনীর নিয়মিত সকল সেনা ও ক্যাডেটদের মধ্যে যারাই কোভি-১৯ ভ্যাক্সিন গ্রহন করতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের প্রত্যেকের জন্য এই আদেশ প্রযোজ্য হবে।
তবে বৈধ ও যৌক্তিক স্বাস্থ্যগত, ধর্মীয় ও প্রশাসনিক কারণে যারা টিকা নেওয়ার বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়েছেন বা ছাড় অনুমোদনের অপেক্ষায় আছেন, তাদের জন্য এই আদেশ কার্যকর হবে না বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বরখাস্ত
- মার্কিন সেনা
- করোনা টিকা