![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/02/03/bandorban-ammunition-030222-01.jpg/ALTERNATES/w640/bandorban-ammunition-030222-01.jpg)
রুমায় গোলাগুলি, এক সেনা সদস্যসহ ৪ জন নিহত
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ গোলাগুলিতে এক সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার সকালে এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে বান্দরবানের রুমা জোনের একটি টহল সেনাদলের গোলাগুলি হয় বলে সেনা কর্মকর্তাদের ভাষ্য।
নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ছিলেন ওই টহল দলের কমান্ডার। এছাড়া ফিরোজ নামে একজন সৈনিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।