![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/02/03/0904261609195275_5fea5f0be756e_sore-throat.jpg)
করোনা থেকে সেরে ওঠার পরেও গলা ব্যথা? যা করবেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৪
করোনা থেকে সেরে ওঠার অনেক সময় পরেও মানুষের শরীরে থেকে যাচ্ছে নানা ধরণের উপসর্গ। এমনও হয়েছে যে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে একমাস কিন্তু গলা ব্যথা কমেনি। এ সময় ওষুধের চেয়ে ঘরোয়া পদ্ধতি আপনাকে দিতে পারে মুক্তি।
গলা ব্যথা সারাতে হালকা গরম পানিতে ভাপ নিলে গলায় একটু আরাম পাওয়া যাবে বলে বলছেন চিকিৎসকরা।