রোহিঙ্গা গণহত্যার বিচার থেকে আপত্তি তুলে নিল মিয়ানমারের ছায়া সরকার
রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার বিচারকার্যের ওপর থেকে আপত্তি তুলে নিয়েছে দেশটির ছায়া সরকার (জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার)। খবর রয়টার্সের।
ইতিপূর্বে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে এ বিচারকাজে প্রাথমিক আপত্তি জানিয়েছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তবে গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে তাঁর সরকার ক্ষমতাচ্যুত হলে পরিস্থিতি বদলে যায়। এখন ছায়া সরকার ওই আপত্তি তুলে নেওয়ার ঘোষণা দিল।