কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিঙ্গা গণহত্যার বিচারে এখন আপত্তি নেই সু চির দলের

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৮

সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে বন্দি হওয়া মিয়ানমারের নেত্রী অং সান সুচির দল এনএলডি রাখাইনে রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারে তাদের আপত্তি প্রত্যাহার করার কথা জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে হওয়া মামলাটির বিচারে তাদের আপত্তি না থাকার কথা বলেছে সু চির দলের এমপি আর কর্মীদের নিয়ে গঠিত জাতীয় ঐক্যের ছায়া সরকার (এনইউজি)।


রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলাটি করেছিল। ২০১৯ সালের ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজেতে এ মামলার ওপর প্রাথমিক শুনানি হয়। সেসময় মিয়ানমারের পক্ষে শুনানিতে লড়ে দেশটির নেত্রী অং সান সুচি মামলার বিচারে আইসিজের এখতিয়ার নিয়ে আপত্তি জানান। তবে গত বছর ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানো এনএলডির নেত্রী এখন বন্দি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও