১৭৬ কোটি টাকা আত্মসাৎ: আব্দুস সাত্তারের জামিন প্রশ্নে রুল জারি
পদ্মা সেতুর নাম করে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা জালিয়াতি ও আত্মসাতের মামলায় এবি ব্যাংক কাকরাইল শাখার সাবেক ম্যানেজার এবিএম আব্দুস সাত্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এই রুল জারি করেন।