বিপিএলের আরেক নাম কি তবে ‘সন্দেহ’
মেহেদী হাসান মিরাজ যেদিন সকালে বললেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তিনি আর বিপিএল খেলবেন না এবং বিকেলেই মত বদলে জানালেন সব ছিল ‘ভুল-বোঝাবুঝি’, সেদিনের কথা।
চলমান বিতর্কে বিসিবির চিন্তাভাবনা জানতে ফোন করেছিলাম বিপিএল-সংশ্লিষ্ট এক বোর্ড কর্মকর্তাকে। সৌজন্য বিনিময়ের পর তাঁর সঙ্গে কথোপকথনের চুম্বক অংশটা ছিল এ রকম—
বোর্ড কর্মকর্তা: আচ্ছা, বলেন তো, বিপিএল বন্ধ করে দিলে কি খুব সমস্যা হবে? সবাই আমাদের বদনাম করবে!
—কেন, বিপিএল বন্ধের কথা আসছে কেন?
বোর্ড কর্মকর্তা: দেখেন না কত সমস্যা! প্লেয়ারদের নিয়ে সমস্যা, ফ্র্যাঞ্চাইজি নিয়ে সমস্যা। একটা ফ্র্যাঞ্চাইজিও ভালো পাওয়া যায় না। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় সবার শুধু বড় বড় কথা। এই করব, ওই করব। তৃতীয় বিভাগের দলকে স্পনসর করব। মাঠ করব। দেশের ক্রিকেটের উন্নতি করব। এরপর আর কারও খবর থাকে না। প্লেয়াররাও নানা ঝামেলা করে। বিরক্ত হয়ে যাচ্ছি।